E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভালুকায় দুই শিশু সন্তানসহ মা’কে গলাকেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

২০২৫ জুলাই ১৬ ১৮:২৫:০১
ভালুকায় দুই শিশু সন্তানসহ মা’কে গলাকেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মা’কে নৃশংসভাবে গলাকেটে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভালুকা ট্রিপল মার্ডারের মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার সলতু মিয়ার ছেলে। তিনি নিহত ময়না আক্তারের দেবর।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম এর আগেও জয়দেবপুর থানায় একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়ে দুই বছর কারাভোগ করেন। কারামুক্তির পর তার বড় ভাই, নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম, একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে আনেন এবং দুই মাস আগে নিজ ভাড়া বাসায় আশ্রয় দেন। কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান নজরুল দিয়েছেন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে। গত ১৪ জুলাই ভোররাতে ভালুকার ভাড়া বাসায় দুই শিশুসন্তানসহ গৃহবধূ ময়নাকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান তিনি।

নিহত ময়নাকে হত্যা এবং তার দুই শিশুর নিষ্পাপ জীবন কেড়ে নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন, নিহতের বড় ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ নজরুলকে শনাক্ত করে এবং জয়দেবপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার সকালে জেলা পুলিশের কনফারেন্স সকালে সংবাদ সন্মেলনে প্রেসব্রিফিং এ এডিশনাল এস পি (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন।

তিনি জানান, আসামি নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।

এ সময় এডিশনাল এসপি (উচ্চতর) মোহাইনেমুল ইসলাম সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test