E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে সাবেক এমপি সারোয়ারের বিরুদ্ধে মামলা

২০২৫ জুলাই ১৬ ১৮:২৯:১৬
ফুলপুরে সাবেক এমপি সারোয়ারের বিরুদ্ধে মামলা

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত অটোরিকশা চালক আমির হোসেন (৩১)। বিগত জুলাইয়ে ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলকে প্রতিহত করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা, এলোপাথারী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিন পর গত ১২ জুলাই মামলাটি করেন তিনি। 

মামলার বিবরণে জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর কৃষ্ণদেবপুর গ্রামের আমির হোসেন পরিবার নিয়ে ঢাকা উত্তরায় বসবাস করেন। তার পিতা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় (ঘটনার কয়েকদিন আগে) গত জুলাই মাসে পিতাকে দেখতে আমির হোসেন নালিতাবাড়ীতে আসেন। পরে হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অব্যাহত থাকায় গত ২০/০৭/২০২৪ তারিখ তিনি নালিতাবাড়ী হতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে খন্ড খন্ড যানবাহন দিয়ে ফুলপুর পর্যন্ত আসেন। সেদিন বেলা অনুমানিক ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড পার হয়ে খড়িয়া জোড়া ব্রীজের কাছে আসলে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিলকে প্রতিহত করতে হাসিনা সরকারের নির্দেশে পুলিশকে সাথে নিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উচ্ছৃঙ্খল সন্ত্রাসী লোকজন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করে এলোপাথারী গুলিবর্ষণসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পথচারী হিসেবে প্রাণ রক্ষায় দৌড়ে সরে পড়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ছররা গুলি বাদী আমির হোসেনের মাথার পিছনের ডানপার্শে ও শরীরের বিভিন্ন স্থানে লাগে। এতে সে মারাত্মক জখমী হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আহত আমির হোসেন বাদী হয়ে ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা শামছুল আলম রাজু, তারাকান্দার কামারিয়া গ্রামের আজহারুল ইসলাম সরকার, ফুলপুর কাজিয়াকান্দা গ্রামের সুমন মিয়া, নেত্রকোনার দুর্গাপুরের এবিএম আসাদুজ্জামান রাসেল, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাইফুল ইসলাম ও আজিজুল হক, ময়মনসিংহ কোতোয়ালির আলম ভাঙ্গারী, সাইদুল হক ফেরদৌস, সানোয়ার হোসেন চানু ও আলী হোসেন আলী, নকলা উপজেলার শহিদুল ইসলাম ও হাবিবুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন। মামলায় উল্লিখিত আসামী ছাড়া বাকি ১১২ জন আসামি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার। অভিযোগের প্রেক্ষিতে আদালত ফুলপুর থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসআই/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test