E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা

২০২৫ জুলাই ১৬ ১৯:৫৫:৩৬
কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন উদ্যোগে জুলাই শহীদ দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সঞ্চালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলি রুদ্র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আবু সাঈদসহ ছাত্র জনতা জুলাই গণঅদ্ভুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করিয়ে জুলাই গণঅভ্যুত্থান শুধু আমাদের আবেগের জায়গা নয় প্রেরণার জায়গাও ছিল। জুলাইয়ের এই দিনে জুলাইয়ের আন্দোলনের সাথে যারা জড়িত তারা আমাদের শিখিয়ে গিয়েছেন অন্যায় যেখানে হবে সেখানে প্রতিরোধ করতে হবে। জুলাইয়ের আন্দোলনের শুধুমাত্র ছিল একটি জাতিকে গণজাগরণ করা।এটি একটি গণজাগরণে মহাকাব্য ছিল। বাঙালিরা বীরের জাতি আমরা যেখানে অন্যায় করতে দেখেছি সেখানে আমরা প্রতিরোধ করতে শিখেছি বলে মন্তব্য করেন।

এসময় আরও বক্তব্য দেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি হারুনুর রশীদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা থানা ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানা ওসি তদন্ত মো: অলি উল্লাহ, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়সীন বড়ুয়ার প্রমুখ।

বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ নিয়েও কথা বলেন।

(আরএম/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test