E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল 

২০২৫ জুলাই ১৬ ২০:০৬:৪৭
মহম্মদপুরে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশদ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ডাঃ বাবুল আহম্মেদ, মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য নান্নু খাঁন, যুবদল নেতা মোস্তফা জামান সনেট, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব, জুয়েল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মোঃ নুর আমিন শিকদার সজীব,সদস্য সচিব, মোঃ রজব আলী, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামীম শিকদার, সাধারণ সম্পাদক পিয়াল হাসান সহ অন্যরা।

সমাবেশে নান্নু খাঁন তার বক্তব্য বলেন, গত সোমবার বিকালে উপজেলার বাজার রাধানগর গ্রামের আওয়ামী লীগ কর্মী সৈয়দ আলী (৬৫) কর্তৃক-৮ বছরের এক শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন। সেদিন গভীর রাতে পুলিশ তাকে আটক করে

এবং মামলা দিয়ে তাকে মাগুরা জেলা আদালতে প্রেরণ করে। আমরা ওই নরপিশাচের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের নেতা মাগুরা-২ আসনের গণমানুষের নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, মোঃ রবিউল ইসলাম নয়ন, শিশুটির চিকিৎসাসহ সকল প্রকারের দায়িত্ব নিয়েছেন। ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত সৈয়দ আলী জাংগালিয়া গ্রামের গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, শিশুটি চিকিৎসাধীন আছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

(বিএস/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test