E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে জেলা বিচার বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০২৫ জুলাই ১৬ ২০:০৯:৫৭
পঞ্চগড়ে জেলা বিচার বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ আজ বুধবার বিকাল ৫টায় পঞ্চগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে ৯-০ গোলে জেলা আইনজীবী সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে জেলা ও দায়রাজজ আদালত ফুটবল দল।

অত্যন্ত আকর্ষণী উদ্বোধনী ম্যাচে পুরোসময় জুড়ে উপস্থিত ছিলেন জেলা ও বিজ্ঞ জেলা দায়রাজজ মোহাঃ ইমদাদুল হক, বিজ্ঞ নারী ও শিশু জজ মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ও দায়রাজজ এস এম রেজাউল বারী ও মোঃ কামরুজ্জামান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, কোর্ট ইন্সপেক্টর খান মোঃ শাহরিয়ারসহ বিচার বিভাগীয় অন্যান্য বিচারক, আইনজীবি সমিতির সদস্যগণ।

খেলার সার্বিক ব্যবস্থাপনা ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আদম সুফি। খেলার মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবু, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তারিক হাসান ও জাকির হোসেন। ধারাভাষ্যে ছিলেন অ্যাডভোকেট আহসান হাবিব ও জেলার পরিচিত ভাষ্যকার রবিউল ইসলাম রবি।

(আরএম/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test