E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুরের সমাজসেবিকা বদরুন্নাহার রেশমা চিরনিদ্রায় শায়িত

২০২৫ জুলাই ১৬ ২০:১৩:১৮
কেশবপুরের সমাজসেবিকা বদরুন্নাহার রেশমা চিরনিদ্রায় শায়িত

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা সমাজসেবিকা সবার প্রিয় মুখ ও মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক নূরুল ইসলাম খোকনের সহধর্মিণী  বদরুন্নাহার রেশমা মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বদরুন্নাহার রেশমা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ডা. সামসুজ্জামানের ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিলিং সহকারী পদ থেকে অবসর গ্রহণ করে বাড়িতে বসবাস করছিলেন।

বদরুন্নাহার রেশমা ছিলেন একজন সমাজসেবী এবং অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা ও মানবসেবায় নিয়োজিত ছিলেন। মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াতেন। তিনি তৎকালীন জনপ্রিয় নেতা খান টিপু সুলতানের আপন ভাগ্নি ছিলেন। মৃত্যুকালে স্বামী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

দীর্ঘদিন কেশবপুর শহরে ভাড়া বাড়িতে বসবাস করলেও গত দুই বছর ধরে তিনি নিজ গ্রাম মজিদপুরে এসে বসবাস করছিলেন।

আজ বুধবার সকালে মজিদপুর ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

(এসএ/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test