E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার, অধরা অস্ত্রবাজ সানমুন

২০২৫ জুলাই ১৬ ২০:২৩:১৫
সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার, অধরা অস্ত্রবাজ সানমুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং লিডার ও চিহ্নিত ডাকাত দলের সদস্য রাজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে একই দলের লিডার অস্ত্রবাজ ও চাঁদাবাজ মামলার অন্যতম আসামি সানমুন।

গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল পুরাতন আইলপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাজুকে হাতেনাতে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুমের নেতৃত্বে পুলিশের একটি টিম। পরদিন ১৬ জুলাই বিকেলে ডাকাতি মামলায় তাকে আদালতে হাজির করলে আদালত রাজুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজুর একটি কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। মাদক বিক্রয়, চাঁদাবাজি, অস্ত্রের ভয়ভীতি ও সাধারণ মানুষকে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিত তারা। রাজুর অন্যতম সহযোগীরা হলো স্বদেশ, কদু, রোহান, পলাশ, রাব্বি ও কৌশিক—যারা বিভিন্ন সময় গার্মেন্টস শ্রমিকদের ও নতুন আগতদের টার্গেট করত।

অভিযোগ রয়েছে, এই চক্র সম্প্রতি এক গরিব জাউল্লার ভ্যানগাড়ি ও মাছ ধরার জাল ছিনিয়ে নিয়েছে। রাজু ও তার বাহিনী এলাকার বাসিন্দাদের এমন পর্যায়ে আতঙ্কিত করেছে যে, কেউ মুখ খুলতে সাহস পায় না। তবে রাজুর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এদিকে চিহ্নিত অস্ত্রধারী, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানমুন এবং তার সহযোগী সেন্টু এখনো পলাতক। তাদের গ্রেফতারে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অতীতেও তারা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর হয়ে কাজ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ রাজুকে গ্রেফতার করায় এলাকাবাসী থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা করছে, দ্রুতই সানমুন ও তার গ্যাং সদস্যদের আইনের আওতায় আনা হবে।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test