E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে ৬ শত কেজি কাঁকড়াসহ আটক ১

২০২৫ জুলাই ১৬ ২২:৫৯:০৯
নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে ৬ শত কেজি কাঁকড়াসহ আটক ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে নিষিদ্ধ সময়ে প্রবেশের অপরাধে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা থেকে আহরণ নিষিদ্ধ ৬০০ কেজি কাঁকড়া, একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ এয়াকুব আলী সরদার (৬০) নামের একজনকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সে শ্যামনগর উপজেলার গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনস্ত সুন্দরবনের কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের প্রাণ বৈচিত্র ও পরিবেশ রক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ করার অপরাধে কাঁকড়া, ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে। তবে নানা কৌশলে কিছু অসাধু ব্যক্তি এখনো সুন্দরবনের প্রাণ ও সম্পদ লুটে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

(আরকে/এএস/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test