E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল

২০২৫ জুলাই ১৬ ২৩:১১:১৬
নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে হঠাৎ বড় ধরনের রদবদল ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যমান জেলা কমিটি বিলুপ্ত করে নতুন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব হয়েছেন এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এছাড়া তিনজন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান ও রেজাউল ইসলাম কালু।

বিএনপির সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে ‘কেন্দ্রের আস্থা ও দায়িত্ব নিয়ে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় করা হবে। দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি করা হবে।’

বিদায়ী সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা না গেলেও তাদের ঘনিষ্ঠরা বলছেন, তারা কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দলের বৃহত্তর স্বার্থে নতুন নেতৃত্বের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে হঠাৎ এই পরিবর্তনে জেলার রাজনৈতিক মেরুকরণে নতুন পালাবদল ঘটতে পারে। এখন দেখার বিষয়—নতুন আহ্বায়ক কমিটি কতটা দ্রুত মাঠের রাজনীতি ও তৃণমূলের আস্থা ফিরিয়ে আনতে পারে।
নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।
(ওআরকে/এএস/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test