E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক

২০২৫ জুলাই ১৭ ১৩:০৭:৫২
গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছেন কারা অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। তিনি বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় গোপালগঞ্জ জেলা কারাগারে এসে পৌঁছান।

কারা কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীরা তাকে সেখানে অভিবাদন জানান। তিনি তাদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা টাইটেল দিতে পেরেছি। এজন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। কারাগারে ফের হামলার কোন আশঙ্কা নেই উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, কোন থ্রেট নেই। তারপরেও সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে।

পরে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন।

উল্লেখ্য, বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে হামলা,সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে হামলা করা হয় গোপালগঞ্জ জেলা কারাগারে। সেখানে ভাঙচুর করে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সারা রাত জেলা কারাগারের সামনে সতর্ক অবস্থানে ছিল।

(টিবি/এএস/জুলাই ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test