E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

২০২৫ জুলাই ১৭ ১৫:৫১:৫৯
সোনাতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় উপজেলা কৃষি  অফিসারের কার্যালয় হতে সোনাতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের চারা গাছ বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল (১৭ই জুলাই) বৃহস্পতিবার দুপুরে 
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে চার ধরনের গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।

উল্লেখ্য চারাগুলো, কাঁঠাল, জাম, বেল ও নিমের। উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছেন উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা হয়।

গাছের চারা পেয়ে ছাত্রীরা বলেন আমরা খুবই খুশি এবং বাড়ী গিয়ে পরিত্যাক্ত জায়গায় চারা রোপণ করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, এই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৮'শ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা আক্তার, সাংবাদিক বিকাশ স্বর্ণকার, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল হাই সহ ওই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা।

(বিএস/এএস/জুলাই ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test