E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২০২৫ জুলাই ১৭ ১৮:৩৬:২৩
কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার অত্যাধুনিক মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফিফা বেগমের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, গাজীপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও তালিমুল কোরআান ফাউন্ডেশনের প্যানেল উস্তাদ সোহানা হক।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে। সেটা নির্ভর করবে এদেশের নারি পুরুষ সবার।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আইউবী বলেন, "কাপাসিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ
উপজেলা। কাপাসিয়াকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে কাপাসিয়ার সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাপাসিয়া আজ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের নগরীতে পরিণত হয়েছে। কাপাসিয়াকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কিনি বলেন, সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ।"

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক ও কাপাসিয়া উপজেলা
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা সম্মেলন শেষে জানান, "দীর্ঘদিন পর এমন একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রায় এক হাজার মহিলা কর্মী সম্মেলনে অংশ গ্রহণ করেব। কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের প্রায় এক হাজার মহিলা জামায়াত কর্মী ও সমর্থক এতে অংশ গ্রহণ করে সম্মেলনকে সফল করেছেন। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সম্মেলন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন। এ সম্মেলনের মধ্য দিয়ে কাপাসিয়ায় মহিলা অঙ্গনে জামায়াতে ইসলামীর কর্মতৎপরতা আরো বেশি বেগবান ও শক্তিশালী হবে বলে জামায়াত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।”

(এসকেডি/এসপি/জুলাই ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test