E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে যুবদলের বিক্ষোভ

২০২৫ জুলাই ১৭ ১৯:৫৪:৩১
বরিশালে যুবদলের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সরকারের উদাসীনতায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিস্কিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অযুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। বক্তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহনের দাবি করেন।

অপরদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টাউনহল চত্বর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। এছাড়া জুলাই যোদ্ধাদের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ আসর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মহানগর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

(টিবি/এসপি/জুলাই ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test