E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০২৫ জুলাই ১৭ ২০:০৮:৫৫
ফরিদপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাজুস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বিষ্ণুপদ পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাজুসের স্বচ্ছ নীতিমালার কারণে আজ দেশের জুয়েলারি ব্যবসায়ে শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা এখন মানসম্মত ও খাঁটি গহনা সরবরাহ করতে পারছেন, ফলে ক্রেতারাও প্রতারণার আশঙ্কা ছাড়াই পণ্য কিনতে পারছেন।

বক্তারা আরও বলেন, বাজুস শুধু ব্যবসায়ীদের সংগঠন নয়, এটি এখন ক্রেতা-ব্যবসায়ীর পারস্পরিক আস্থার একটি মজবুত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা বাজুসের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ও সফল হোক—এই কামনা জানান।

অনুষ্ঠানে বাজুসের নির্বাহী কমিটির সদস্য, সাধারণ ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test