E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন

২০২৫ জুলাই ১৮ ১৭:২৮:৩৭
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন

দিলীপ চন্দ, ফরিদপুর : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফরিদপুরে একটি প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে এ আয়োজন শুরু হয়।

ফরিদপুর জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ।

ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, সাবেক ক্রীড়াবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা ও শারীরিক সচলতার গুরুত্ব তুলে ধরা হয় বলে জানান আয়োজকরা।

(ডিসি/এসপি/জুলাই ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test