E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৫

২০২৫ জুলাই ১৮ ১৮:১৩:৫৭
গোপালগঞ্জের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৫

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখা বেড়ে দাড়িয়েছে ৫ জনে।    

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তিনি মারা যান। রমজান মুন্সির ভাই জামাল মুন্সি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। রমজান মুন্সী গত ১৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি হন।

নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি জানান, তার ভাই রিকশা চালাতেন। বুধবারের সংঘর্ষের সময় তিনি এক যাত্রীকে পৌঁছে দিতে রিকশা নিয়ে লঞ্চ ঘাট এলাকায় যান। তখন সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুলিবিদ্ধ হন।

রমজান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন জামাল মুন্সি। তিনি ভাইয়ের হত্যার বিচার দাবি করেন। জামাল আরো বলেন, পোস্ট মর্টেম শেষে লাশ সন্ধ্যার দিকে গোপালগঞ্জে আসবে। তারপর যানাজা শেষে দাফন করা হবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় এ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো। এর আগে গত বুধবার ঘটনার দিনই চারজন নিহত হন।

তারা হলেন- মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), ক্রোকারিজ পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) ও টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজী (১৮)।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সি বুধবার বিকেলে আমাদের হাসপাতালের জরুরী বিভাগে আসে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাই তাকে উন্নত চিকিৎসারা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(টিবি/এসপি/জুলাই ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test