E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

২০২৫ জুলাই ১৮ ১৯:০৭:২৪
এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামের পৃথক দুই শিক্ষা প্রতিষ্ঠানের দুই এসএসসি পরীক্ষার্থীর ফলাফলে একই ঘটনা ঘটেছে। তারা উভয়েই এক বিষয়ে পরীক্ষা দিলেও ফেল করেছে দুই বিষয়ে। ওই শিক্ষার্থী দু’জন হলেন, উপজেলার আহমেদপুর ডিগ্রি কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফুড প্রসেসিং ট্রেডের পরীক্ষার্থী সাব্বির আহমেদ ও বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস ট্রেডের পরীক্ষার্থী আরাফাত সরদার।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, সাব্বির আহমেদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ের মধ্যে কেবলমাত্র আত্মকর্মসংস্থান বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই এক বিষয়ে পরীক্ষা দেয় সে। কিন্তু গত ১০ জুলাই ফলাফল প্রকাশ হওয়ার পর ট্রান্সক্রিপ্ট বের করে দেখে সে আত্মকর্মসংস্থান বিষয় সহ কৃষি বিষয়েও ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তুর্ভূক্তই ছিলো না।

অপরদিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরাফাত ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পরীক্ষা দেয়। অথচ ফলাফল প্রকাশ হওয়ার পর দেখে রসায়ন সহ কৃষি বিষয়ে সে ফেল করেছে। তার প্রবেশপত্রেও কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিলো না।

আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহবুবুর রহমান এ বিষয়ে জানান একই কথা। তারা বলেন, শিক্ষা বোর্ডের আইটি সেকশনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। এ বিষয়ে বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।

(এডিকে/এসপি/জুলাই ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test