E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

২০২৫ জুলাই ১৯ ০০:৩৯:৩৭
সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার সহ তিন জনকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সচেতন এলাকাবাসী।

শুক্রবার বিকেলে গড়াডোবা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে ইউপি সদস্য মঞ্জুরা আক্তার ও গণমাধ্যম কর্মী নামধারী মহিউদ্দিন তালুকদার এবং তানজিলা শাহ রুবিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন আবু সিদ্দিক, মজিবুর রহমান, দিলুয়ারা বেগম ও উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: পলাশ খান।

তারা বলেন, ইউপি সদস্য মঞ্জুরা আক্তার কয়েকটি প্রকল্পের কাজ না করেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়া তানজিলা শাহ রুবি ও মহিউদ্দিন তালুকদার ইউপি সদস্য মঞ্জুরা আক্তারের সহায়তায় গড়াডোবা ইউনিয়ন পরিষদে একটি অভিযোগের গণশুনানি চলাকালে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদি হয়ে গত ১৬ জুলাই রাতে সাইবার সুরক্ষা আইনে তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

(এসবিএস/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test