E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

২০২৫ জুলাই ১৯ ১৫:৪৩:৪৩
সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই (শনিবার) সুবর্ণচর রাব্বানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং সহযোগিতা করেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল।

রিক এর সুবর্ণচর শাখা ম্যানেজার এরিয়া ম্যানেজার গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিক এর ম্যানেজার মিতুন খান, বিশেষ অতিথি ছিলেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের সিনিয়র পাবলিক রিলেশন ডাক্তার মোঃ আবু জাফর। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর শাখা ব্যবস্খাপক তৌহিদুর রহমান, ফেরদাউস কবির সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডাক্তার তাওহিদুল ইসলাম, ডাঃ মইনুল হোসেন, ডাঃ কাওছার হোসেন, ডাঃ রাফি মিয়া, ডাঃ ফয়সাল মিজি, মিলন সর্দারসহ ১২ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক।

রিকের ম্যানেজার মৃতুন খান বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সুবর্ণচর জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়বে লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) চার দশকের অধিক সময় ধরে প্রবীনদের কল্যানের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

রিক উপলব্ধি করেছে যে দুস্থ ও দরিদ্র প্রবীনদের সুনিদিষ্ট চাহিদা পুরনের জন্য আর্থিক এবং ব্যাক্তিগত সহায়তার প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে রিক তার নিজের অর্থায়নে প্রবীনদের কল্যানের জন্য 'প্রবীন কল্যান কর্মসূচি' শিরোনামে একটি কর্মসুচি বাস্তবায়ন করছে। এই কর্মসুচির মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সম্পৃক্ত এবং সমাজের অন্যান্য দুস্থ্য ও দরিদ্র জনগোষ্ঠির মান উন্নয়নে অবদান রাখছে।

অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীনদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থার পরিমান খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং সুবিদা প্রবীনরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মুহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার নুন্যতম সুযোগ পাচ্ছেন না। সেই সকল প্রবীনদের চিহ্নিত করে 'রিক' এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য যাহা সহায়তা এবং পরামর্শ দেয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসুচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখর অস্রপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। চক্ষু ক্যাম্পে রোগীদের পরীক্ষাসহ ৮০০ রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রধান করা হয় এবং ২০০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশনের জন্য বাচাই করা হয়। আজকেই তাদেরকে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।

(আইইউএস/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test