E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে কারফিউ শিথিল, লোকজনের উপস্থিতি কম

২০২৫ জুলাই ১৯ ১৫:৪৬:৪৭
গোপালগঞ্জে কারফিউ শিথিল, লোকজনের উপস্থিতি কম

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে। তবে শহরে লোকজনের উপস্থিতি কম। যানবাহন চলাচলও তেমন নেই। কিছু দোকানপাট খোলা থাকলেও বেচাকেনার অবস্থা ভালো নয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার এখানকার মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে স্বাভাবিক সময়েও এদিন শহরে লোকজনের উপস্থিতি কম থাকে। এর সঙ্গে যোগ হয়েছে বুধবারের (১৬ জুলাই) হামলা-সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ। রয়েছে গ্রেপ্তার আতঙ্ক।

ইজিবাইক চালক মো: পিন্টু মোল্লা বলেন, রাস্তায় নামছি, কিন্তু যাত্রী নেই। এমনিতেই শনিবার লোক কম থাকে, তার ওপর মনে একটা আতঙ্ক আছে । সাধারণত দিনে ৬শ’ থেকে হাজার টাকা আয় করি । তবে গত তিন দিনে ২শ’-৩শ’ টাকার বেশি পাইন । অথচ ইজিবাইকের মালিককে ভাড়া বাবাদ প্রতিদিন দিতে হয় ৪শ’ টাকা।

শহরের বড় বাজারের চাউল ব্যবসায়ী অনুপ সাহা (৫৪)বলেন, ৩দিন পর দোকান খুলেছি। সকালের দিকে কিছু কেনা বেচা হয়েছে। দুপুরের আগেই বাজার ফাঁকা হয়ে গেছে।

ওই বাজারের সবজি ব্যবসায়ী কিবরিয়া মিয়া (৪৫) বলেন, দোকান খুলে ছিলাম। সকালে ভাল কেনা বেচা করেছি। দুপুরে বাজারে লোক নেই। তাই বন্ধ করে বড়ি চলে যাচ্ছি।
বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা-সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে চলছে কারফিউ। নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই হামলা চালায়। এতে সেদিন গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রমজান মুন্সি নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। চলমান কারফিউ আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারফিউ জারি রাখা বা না রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে কারফিউ শিথিল থাকলেও শহরে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(টিবি/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test