E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএন স্কুল এন্ড কলেজ 

কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

২০২৫ জুলাই ১৯ ১৮:১৩:৫১
কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান ও বানৌজা শহীদ মোয়াজ্জম অধিনায়ক কমডোর আমানত উল্লাহ (জি), এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় তিনি বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন বা ভালো একটি চাকরির জন্য নয়, বরং এর মাধ্যমে মানুষের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত হওয়া, সামাজিক দায়িত্ববোধ তৈরি হওয়া এবং একজন দায়িত্বশীল ও সমাজের জন্য মঙ্গলকর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই শিক্ষার মূল লক্ষ্য।

এসময় আরও বক্তব্য রাখেন, বিএন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আলিফ উল্লাহ, উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে শিক্ষার্থীদের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহিত করেন অত্র স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সংবর্ধিত শিক্ষার্থীদের মনোজ্ঞ আবৃত্তির মাধ্যমে উৎসাহিত করেন সহকারী শিক্ষক অভিজিৎ সরকার।

পরে বক্তব্য শেষে বিএন স্কুল এন্ড কলেজ ২০২৫ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক প্রবীর খেয়াং, ওয়াগ্গা ১০০ নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য,পাহাড়ের কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় সর্বমোট ১ শত ২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। অর্থাৎ পাসের হার শতভাগ। এই প্রতিষ্ঠান হতে জিপিএ – ৫ পেয়েছেন ৪৭ জন।

(আরএম/এসপি/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test