E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

২০২৫ জুলাই ১৯ ১৮:৩০:১৮
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। 

আজ শনিবার দুপুরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউপির গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যখালী গ্রামের ইউপি সদস্য জাফর শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের রোস্তম আলী সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিলো।

গত শুক্রবার বিকালে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষ রোস্তম আলী পক্ষের লোকজন ব্যাপক মারধর করে। পরে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার জের ধরে শনিবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষই ঢাল সড়কি, রাম দা, ইটপাটকেল, লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতরা হলেন-আলমগীর শেখ (৪২), রহমান সরদার (৫৫), তানিয়া খানম (৩৪) মরজিনা বেগম (৩৫) এসকেন সরদার (৫৫), মহাসেন সরদার (৫৭) ও মাহিম (১৯) শহিদ আলী (৪৫) লিমন সরদার (২৫), শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭), শফিক মোল্যা (৩৫), রেহাব মোড়ল (২২), সাদ্দাম সিকদার (৩২), নুর ইসলাম (৪০) ও সৌরভ সিকদার (১৫) আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test