E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে রবিবার ১৪৪ ধারা জারি 

২০২৫ জুলাই ২০ ০০:২২:০০
গোপালগঞ্জে রবিবার ১৪৪ ধারা জারি 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলায় রবিবার ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এটি জারি থাকবে। 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে । এ ধারা অনুযায়ী সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার যেকোনো স্থানে যে কোন ধরণের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান,শনিরার রাত ৮টা থেকে জেলায় রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবদ রয়েছে। কারফিউ শেষ হওয়ার সাথে সাথে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৮ টা পর্যন্ত।

(টিবি/এএস/জুলাই ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test