E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

২০২৫ জুলাই ২০ ০০:২৮:৫০
দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী  বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা' ২০২৫। শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন,দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধনি অনুষ্ঠানে পুলিশ সুপার মো.মারুফাত হুসাইন মারুফ, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার, সদর রেঞ্জ অফিসার আব্দুল মান্নান,ফরেস্টার মহসিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আয়োজক ও অতিথিবৃন্দ মেলার স্টোল সমূহ ঘুরে দেখেন। ৬৫ টি স্টোলে এবারের বৃক্ষ মেলায় বনজ, ফলজ ও ঔষুধিসহ হরেক রকমের গাছের চারা ও, বনসাই স্থান পেয়েছে। মেলা চলবে ২৮ জুলাই পর্যন্ত।

(এসএএস/এএস/জুলাই ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test