E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার 

২০২৫ জুলাই ২০ ২২:৫৫:০১
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা  প্রত্যাহার করল জেলা প্রশাসন। 

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামানে (জেলা প্রশাসক) মিডিয়া সেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮ পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।এছাড়া, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত বুধবার (১৬ জুলাই )এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ৫ ঘন্টার হামলা-সহিংসতায় চারজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬ টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। শনিবার (১৯জুলাই) রাত ৮ থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে রবিবার (২০ জুলাই) সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এসব তথ্য নিশ্চিত করেছেন।

(টিবি/এএস/জুলাই ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test