E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান রচনা তৈরি করতে চাই’

২০২৫ জুলাই ২০ ২৩:৪০:০০
‘সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান রচনা তৈরি করতে চাই’

রিপন মারমা, রাঙ্গামাটি : দেশ গড়তে জুলাই পদযাত্রা- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে রাঙ্গামাটিতে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল থেকে দলের স্থানীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রাজবাড়ির শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে জড়ো হয়। দুপুর একটার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে এসে শহরের রাজবাড়ি এলাকায় উপস্থিত হন। সেখানে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করেন। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামেএকটি পাহাড়ে অবাঙালি জনগোষ্ঠীর সাথে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের উর্ধ্বে উঠে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙ্গামাটি নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা বাহাত্তরে সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই মুজিববাদী সংবিধান বাতিল করে আমি, আপনি সকলেই বসে একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করবো, যেখানে আপনার অধিকারের কথাও থাকবে, আমারও অধিকারের কথা থাকবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি নানা বিভাজন জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেয়ার চেষ্টা করে। আমরা অন্য একটি পক্ষকে এই সুবিধা নিতে দিবো না। সমস্যা থাকলে আমরাই সমাধান করবো।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, কথার সাথে কথার লড়াই হতে পারে, কিন্তু কথার সাথে কখনো মঞ্চে আগুন দেয়া, ব্যানার ছিঁড়ে ফেলার, গায়ে হাত দেয়ার সম্পর্ক হতে পারে না। এগুলো ফ্যাসিবাদি চরিত্র। প্রবীণরা কথায় কথায় সমুদ্রে ফেলার দেয়ার হুঁশিয়ারি দিলে তবে তাদের থেকে আর কিছু শেখার নাই।

তিনি আরো বলেন, আপনা আপনাদের সহযোদ্ধা। আমরা যদি কোন ভুল করি তাহলে সেই ভুল সংশোধনের মানসিকতা আমাদের সবসময় আছে। কিছুদিন পূর্বে আমারও বান্দরবান নিয়ে অনিশ্চাকৃত কথা বলেছিলাম। পরক্ষণে আমার মনে হয়েছিলো এই কথাটি আমার বলা উচিত হয়নি। আমি এই বিষয়ে আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতে চাই।

রাষ্ট্রকাঠোমা ও আমলাতন্ত্রে কেউ অপরাধ করলে তাকেই উত্তরবঙ্গে না পার্বত্য এলাকায় বদলি করা হয়। এই সব অঞ্চলের মানুষ তো ভিন্ন না তাহলে কেন ঐসব দুর্নীতিবাজদের পানিশমেন্ট পোস্টিং দেয়া হয়। এইসব পানিশমেন্ট পোস্টিংয়ের মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না।

পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও ইনসাফের রাজনীতি আমরা কায়েম হোক। আমরা তরুণ প্রজন্ম নিজেদের জীবন দিয়ে ভুল-ভ্রান্তির উর্ধ্বে উঠে যাতে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি যেখানে সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম ও সকল ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা হয়।

এনসিপি রাঙ্গামাটি সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বিপিন চাকমার সভাপতিত্বে পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পদযাত্রা শেষে দুপুরে এনসিপি’র নেতৃবৃন্দ পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

(আরএম/এএস/জুলাই ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test