E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০২৫ জুলাই ২১ ১৫:৩৪:৫৫
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ফরিদপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ফরিদপুর শহরের কাটপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসার সভাপতিত্বে এবং মহানগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—
জেলা শ্রমিক দলের সদস্য মো. আকু মিয়া, পিয়ার হোসেন ফারুক, সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, আলফাডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ভাঙ্গা উপজেলার সভাপতি ইলিয়াস হোসেন, মধুখালী উপজেলার মো. ফজলুর রহমান, বোয়ালমারী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কানাইপুর শিল্পাঞ্চলের সভাপতি মো. ইসরাইল মোল্লা এবং লিয়াকত হোসেন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কুৎসা রটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান। বক্তারা আরও আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে চৌধুরী নায়াব ইউসুফ দলীয় মনোনয়ন লাভ করবেন।

সমাবেশে ফরিদপুর জেলা ও মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

(ডিসি/এএস/জুলাই ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test