E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা

২০২৫ জুলাই ২১ ১৯:৫২:৩৩
সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা

কেন্দুয়া প্রতিনিধি : সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত এক সচেতনতা মূলক সভা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

তিনি বলেন, সকলে মিলে চেষ্ঠা চালিয়ে সুন্দর সমাজ গঠন করতে হবে। গণ বিজ্ঞপ্তি প্রচার করে সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে সকল মহলের আন্তরিক সহযোগিতা চান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এটি একটি সামাজিক আন্দোলন। সকলের সহযোগিতায় সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে।

তিনি বলেন, পযায়ক্রমে সামাজিক সম্প্রীতি, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার বলেন, অভিভাবক হিসেবে সব সময় সন্তানের খোঁজ খবর রাখতে হবে। কোথায় গেল, কোথায় খেলো ইত্যাদি বিষয়ে খবরাখবর রাখলেই সন্তান মাথা উচু করে সমাজে দাড়াবে।

পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আমরা জনগণের সাথে আছি। জনগণ সুন্দর চাইলে অবশ্যই সমাজ সুন্দর হবে। জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মাওলানা মোখলেছুর রহমানের সঞ্চালনায় সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

তিনি বলেন, যারা প্রথম দেশীয় অস্ত্র জমা দেবে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার দিতে হবে। আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম আমিন, জামায়েত ইসলামী রোয়াইলবাড়ি ইউনিয়ন শাখার আমির সাইফুল ইসলাম, হেফাজত নেতা এনামুল হক ফারুকী, ব্যবসায়ী আব্দুর রহিম, শিক্ষক আব্দুল্লাহ হারুন, ছাত্র অভিভাবক সাইফুল ইসলাম রুকন, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু ও সভাপতি আবুল কাশেম ভূঞা প্রমুখ।

(বিএস/এসপি/জুলাই ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test