E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৫ জুলাই ২২ ১৪:১২:০৩
ফরিদপুরে খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'কানাইপুর স্কুল এন্ড কলেজ'-এর একমাত্র খেলার মাঠ প্রাঙ্গণে মার্কেট নির্মানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর ব্রীজের গোড়ায় সড়ক অবরোধের মত কর্মসূচি পালন করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ফরিদপুর-মাগুরা মহাসড়কের পার্শ্ববর্তী কানাইপুর বাজার সংলগ্ন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে শিক্ষার্থীদের ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা কানাইপুর স্কুল এন্ড কলেজের স্মৃতি বিজারিত খেলার মাঠে একত্রে মিলিত হন। সবশেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

কানাইপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আসিফ আলম (এসএসসি ২০১৪), সোহান লস্কর (এসএসসি ২০১৫) ও তানভির ইসলাম (এসএসসি ২০১৬) এর নেতৃত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিতে স্কুলটির বর্তমান শিক্ষার্থীদের অনেককেই এসময় ক্লাস বর্জন করে যোগ দিতে দেখা যায়। স্লোগান দিতে দিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে তারা ফরিদপুর-মাগুরা মহাসড়কে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীরা- "টাকা লাগলে টাকা নে, মার্কেট করা বাদ দে", নিয়মিত পড়তে চাই, টিফিনের ফাঁকে খেলতে চাই', ইত্যাদি স্লোগান দেন এবং বেশ কিছুক্ষণ মহাসড়কটি অবরোধ করে রাখেন। এসময় ব্যস্ততম ওই মহাসড়কটি দীর্ঘ যাটজটের কবলে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষার্থীরা জানান, 'কানাইপুর স্কুল এন্ড কলেজের একমাত্র খেলার মাঠটি নষ্ট করা চলবে না।' তারা বলেন, 'কোনো স্বার্থান্বেষী মহলের হীন ইচ্ছা বাস্তবায়ন করতে মাঠ প্রাঙ্গণে মার্কেট তৈরীর ষড়যন্ত্র অতি শীঘ্রই বন্ধ করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন, কানাইপুর স্কুল এন্ড কলেজের ওই আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ।

(আরআর/এএস/জুলাই ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test