E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সোনাতলায় মানববন্ধন

২০২৫ জুলাই ২৩ ১৬:০৩:১৯
বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সোনাতলায় মানববন্ধন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : কেজি স্কুলের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ৪০টা কেজি স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি শেষে কেজি স্কুলের পরিচালকরা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক এর মাধ্যমে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় বর্তমানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এমন সিদ্ধান্তে আমাদের কেজি স্কুলের পঞ্চম শ্রেণির অসংখ্য মেধাবী ছাত্র/ছাত্রী বঞ্চিত হবে। এই বৈষম্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর মনোবল হারিয়ে যাবে এবং শিক্ষার পথ হতে ঝড়ে পড়ে যাবে বলে তাদের অভিমত।

উল্লেখ্য বিগত দিনগুলোতে কেজি স্কুলের সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো।কিন্তু প্রাতিষ্ঠানিক বৈষম্যের কারণে কেজির ছাত্ররা এইবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাতে করে চরম মানসিকভাবে আহত ও বৈষম্যের শিকার হবে ছাত্র/ছাত্রীরা।

এসময় বক্তব্য রাখেন গুড মর্নিং কেজি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র আবির সাহা, প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী মিতু খাতুন, পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন গুড মর্নিং কেজি স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক, আমেনা মাল্টিমিডিয়ার পরিচালক আমিরুল ইসলাম, ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড স্কুল এর পরিচালক শফিকুল ইসলাম, টিএম মেমোরিয়াল স্কুলের পরিচালক রজব আলী, জিনিয়াস কেজি স্কুলের পরিচালক এনামুল হক মুকুলসহ ৫ শতাধিক কেজি স্কুলের ছাত্র/ছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

(বিএস/এএস/জুলাই ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test