E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মানসম্মত শিক্ষার লক্ষ্যে মা সমাবেশ

২০২৫ জুলাই ২৩ ১৮:৩১:০৭
মানসম্মত শিক্ষার লক্ষ্যে মা সমাবেশ

চাটমোহর প্রতিনিধি : মানসম্মত শিক্ষার লক্ষো পাবনার চাটমোহরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ডিবিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি ও ডিবিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

প্রায় দুই শতাধিক মা এই সমাবেশে উপস্থিত ছিলেন। অতিথি ও অভিভাবকরা স্কুলের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সন্তানদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য’র ব্যাপারে নানা মতামত তুলে ধরেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত মা সবাবেশে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষক রফিকুল ইসলাম, সংবাদকর্মী পবিত্র তালুকদার প্রমুখ।

(এসএইচ/এসপি/জুলাই ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test