E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

২০২৫ জুলাই ২৩ ১৯:০৩:১৮
অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ঈশ্বরদী প্রতিনিধি : অনিয়মের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অভিযান শুরু করেন দুদক কর্মকর্তারা। হাসপাতালে রোগীদের দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন ও ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় খাবার, ওষুধ নিয়ে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দুদক জানিয়েছে।

জানা গেছে, হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা রোগীদের প্রেসক্রিপশন তৈরি করে তাদের বাহিরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয়না। দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে তার কোন তালিকা দেখাতে পারেননি।

এছাড়াও নতুন মেশিনারি দেওয়ার পর পুরতনগুলো কোথায় রয়েছে তার কোন সঠিক সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। দুদকের এ অভিযানে বাহ্যিক আরো অনেক দুর্নীতি রয়েছে ধারনা করে অভিযানটি চলমান রয়েছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগী ও স্বজনরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে থাকতে হয় নোংরা পরিবেশে। বাথরূম ব্যবহার করার অনুপযোগী। চড়া দামে হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনতে হয়।

দুদক সূত্র উপস্থিত সংবাদ কর্মীদের জানায়, এই হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। ভর্তি রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয় না। এছাড়া দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে, তার কোনো তালিকা দেখাতে পারেননি হাসপাতাল সংশ্লিষ্টরা।

সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের প্রাথমিক অনুসন্ধানে যতগুলো অনিয়ম পেয়েছি তাতে মনে হচ্ছে এ হাসপাতালে অভ্যন্তরীণ ও বাহ্যিক অনেক অনিয়ম রয়েছে। সম্পূর্ণ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

(এসকেকে/এসপি/জুলাই ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test