E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাইক্রোবাসে ঢাকা যাওয়ার পথে শশুর ও পুত্রবধু নিহত

২০২৫ জুলাই ২৪ ১৪:০৫:১২
মাইক্রোবাসে ঢাকা যাওয়ার পথে শশুর ও পুত্রবধু নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : মাইক্রোবাসে ঢাকা যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও তার পুত্রবধু ফিরোজা বেগম (২৫)। সেই সাথে ৫জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা টু ঢাকা এক্সপ্রেস হাইওয়ের জাজিরা উপজেলার নাওডোবা- কুতুবপুর এলাকায় একটি যাত্রীবাহি বাস, কাভার্ড ভ্যান ও হায়েস মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা। তামান্না, মাসুদ বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাসের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহত মাসুদ বিশ্বাসের চাচাতো ভাই নুরুল ইসলাম মোহরী বলেন, প্রবাসী ছারু ফকিরকে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোতে করে আনতে যাচ্ছিলো মাসুদ ভাই ও তার পরিবারবর্গ। সকাল ৪টার দিকে পদ্মা ব্রীজের আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাসুদ ভাই ও তার ছেলে মামুনের স্ত্রী ফিরোজা মারা গেছে। আমরা লাশ আনতে যাচ্ছি।

তিনি আরো বলেন, মাইক্রোবাসে থাকা মোস্তফা মোল্যা, মামুন বিশ্বাস ও তার মাতা মর্জিনা বেগম, আকরাম ঠাকুর ও মাইক্রোর ড্রাইভার সবুজ গুরুত্বর আহত হয়েছে। এরমধ্যে মামুনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শিবচর হাইওয়ে থানার সাথে কথা বলে জানতে পারলাম আজ ভোররাত ৪.২০ টায় নাওডোবা কুতুপপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় রামকান্তপুর গ্রামের মোঃ মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম মারা গেছে। তাদের লাশ শিবচর হাইওয়ে থানায় আছে। মাইক্রোবাসে থাকা সবাই আহত হয়েছে। এছাড়াও বাসের যাত্রীরাও আহত হয়েছে৷

(এএনএইচ/এএস/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test