E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনার মামাতো ভাই হীরা গ্রেফতার  

২০২৫ জুলাই ২৪ ১৭:৩৬:০৬
শেখ হাসিনার মামাতো ভাই হীরা গ্রেফতার  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে (৫০) গ্রেপ্তার করেছে  র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে র‌্যাব-১ এর একটি টীম গ্রেফতার করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

হীরাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর রাজধানী ডিএমপির কোতয়ালী, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় তার নির্দেশে মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র জনতার মিছিলে হামলা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ঢাকার ডিএমপির একাধিক থানা সহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়।

জাকিউল করিম আরও বলেন, মামলা হওয়ার পর থেকে তার উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি ঘন-ঘন স্থান পরিবর্তন করে পালিয়ে ছিলেন। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ হীরাকে গ্রেফতরা করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব।

উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম বলেন, র‌্যাব হীরাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test