E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের ঝটিকা অভিযান

৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, দু’টিকে সতর্ক নোটিশ

২০২৫ জুলাই ২৪ ১৮:৩৮:৪৭
৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, দু’টিকে সতর্ক নোটিশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জেলা স্বাস্থ্য বিভাগের ঝটিকা অভিযানে সাতক্ষীরা শহরের ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং দুটিকে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে এই অভিযান শুরু হয়। সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল এই অভিযান পরিচালনা করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, শহরের এসপি বাংলো সংলগ্ন ও চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত বিছমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, কনস্যালট্যান্ট ক্লিনিক এন্ড শফি ডায়াগনস্টিক সেন্টার ও জজকোর্ট সড়কে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার একেবারে বন্ধ ঘোষণা করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কাগজপত্র হালনাগাদ না থাকা, পরিস্কার পরিচ্ছন্ন না থাকার পাশাপাশি নিয়মিত চিকিৎসকের অনুপস্থিতি থাকায় বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে এসপি বাংলো সংলগ্ন আস্থা ডায়াগনস্টিক সেন্টার ও নাহার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র হালনাগাদসহ অন্যান্য ত্রুটি দ্রুত সমাধানপূর্বক কর্তৃপক্ষকে অবহিত করার সতর্ক নোটিশও দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, উপরোক্ত প্রায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ভ্যান পার্টির মাধ্যমে গ্রাম থেকে শহরে আসা সহজ সরল রোগিদের নানা প্রলোভনে এবং মিথ্যা আশ্বাস দিয়ে এসমস্ত ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে নেই কোন মান সম্মত চিকিৎসক, নেই পরিক্ষা নীরিক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি। আদিম কালের নামমাত্র দুই একটি সীমিত মূল্যের মেশিন ব্যবহার করে যে রিপোর্ট দেওয়া হয় তাতে রোগীরা কতটা উপকৃত হয় সেটি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সন্ধিহান। যে রিপোর্টকে বালতি টেষ্ট রিপোর্ট হিসেবে দেখেন কর্তৃপক্ষ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, অন্যান্যরা সতর্ক না হলে এ অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/জুলাই ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test