E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আর যেন কোনো প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে’

২০২৫ জুলাই ২৬ ০০:৫০:৫৭
‘আর যেন কোনো প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে’

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে বারবার ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কারো গাফিলতি বা প্রশিক্ষণের ঘাটতি না খামখেয়ালিপনা- এ বিষয়ে প্রশ্ন তুলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  মীর সরফত আলী সপু বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান আর কোনো মানুষের প্রাণ যেন এইভাবে না ঝরে। 

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডার পাস এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিল।

প্রধান অতিথির বক্তব্যে মীর সরফত আলী সপু আরও বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনতা গণমাধ্যমকর্মীগণ।

(এআই/এএস/জুলাই ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test