E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিলো বিএনপি নেতার ছেলে

২০২৫ জুলাই ২৬ ১৯:২০:০৪
দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিলো বিএনপি নেতার ছেলে

তুষার বিশ্বাস, গোপালণগঞ্জ : গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে ছাত্রলীগ নেতা ফাহিম ভূঁইয়া। সে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। ফাহিম ভূঁইয়া চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভূঁইয়ার ছেলে। সে এ বছর চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

সে গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন।তারপর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুধদিয়ে গোছলের ছবি ছড়িয়ে পড়ে। এরপর থেকে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দুধ দিয়ে গোসলের বিষয়টিকে জোকারি হিসেবে দেখছেন বলে লিখেছেন। অনেকে এটির ব্যাপক সমালোচনা করছেন।

এ বিষয়ে ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা নয়ন ভূঁইয়া বলেন, ‘গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনার পর ১২টি মামলা হয়েছে। যৌথবাহিনী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেফতার করছে । এরপর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা আমাকে জানিয়েছে, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখনই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।’

নয়ন ভূঁইয়া আরো বলেন, ‘ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এসময় তার বয়স ছিল ১১ বছর ৮ মাস। এ বয়সে সে কীভাবে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হতে পারে? কে বা কারা তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তা আমরা জানি না। দুই দিন আগে জানতে পেরে আমার ছেলে শুক্রবার বিকেলে দুধ দিয়ে গোসল করে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় । আজ থেকে ছাত্রলীগের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই।’

চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পলাতক রয়েছে। এ কারণে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

(টিবি/এসপি/জুলাই ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test