E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই পুনর্জাগরণে ফরিদপুরে শপথ পাঠ 

২০২৫ জুলাই ২৬ ১৯:৫৩:৩৯
জুলাই পুনর্জাগরণে ফরিদপুরে শপথ পাঠ 

দিলীপ চন্দ, ফরিদপুর : “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন”—এই স্লোগানে ফরিদপুরে অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর।

অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ। সভাপতিত্ব করেন সমাজসেবা মন্ত্রণালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মাশউদা রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ ও অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, এবং এসডিসি'র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাই "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে" শপথ বাক্য পাঠ করেন।

(ডিসি/এসপি/জুলাই ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test