E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে চাষাবাদ, ব্যবস্থা নিতে বললেন ডিসি

২০২৫ জুলাই ২৭ ১৮:২৭:৪৭
ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে চাষাবাদ, ব্যবস্থা নিতে বললেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৪৪ ধারা ভঙ্গ করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মৌজায় অবস্থিত আলোচিত সাবেক মেজর মরহুম সাখাওয়াত আলীর ফার্মে (মেজরের ফার্ম) বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। 

চলতি মাসের ৯ জুলাই এ আদেশ জারি সহ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জকে এবং ব্যাপক প্রচারণার জন্য জেলা তথ্য অফিসকে নির্দেশনা প্রদান করেন তিনি। তবে জেলা তথ্য অফিস প্রচার-প্রচারণা চালালেও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এর আগে গত ৩১/১০/২৪ ইং তারিখে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ওই ফার্মের বিরোধপুর্ণ ৪৭টি দাগে ৩২.৪৮ শতক জমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু প্রতিপক্ষরা তা অমান্য করে সেই জমিতে চাষাবাদ শুরু করলে বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদেশ পুনর্বহালসহ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এ নির্দেশনা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানা।

জেলা ম্যাজিষ্ট্রেট স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফার্মের কেয়ার টেকার আতিকুর রহমান অভিযোগ করেন বিরোধপুর্ন জমিতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদীপক্ষ চাষাবাদ শুরু করেছেন-যা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর জারীকৃত ১৪৪ ধারা পরিপন্থী। এমতাবস্থায় জেলা ম্যাজিষ্ট্রেট বর্ণিত বিরোধপুর্ণ জমিতে জারিকৃত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা আদেশ বহাল, আদেশ ভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে মেজরের ফার্মের ম্যানেজার ও অভিযোগকারী আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমরা ৪৭টি দাগে ৩২.৪৮ শতক জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও বিবাদীরা একটি কুচক্রী মহলের ফাঁদে পড়ে আমাদের বিরুদ্ধে একে একে ৩১টি মামলা ও ২০ থেকে ২৫ টি অভিযোগ করে। আমরা সব মামলাতে আমাদের পক্ষে রায় পেলেও কুচক্রী মহলের ফাঁদে পড়ে তারা নিত্য নতুন মামলা দিতে থাকে ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তিনি অভিযোগের সুরে বলেন, ডিসি স্যার নতুন করে আদেশ দিলেও তথ্য অফিস থেকে প্রচারনা ছাড়া উপজেলা প্রশাসন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের কোন তৎপরতা চোখে পড়েনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এ অরাজকতা থেকে মুক্তি চাই।

(এফআর/এসপি/জুলাই ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test