E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

শাটডাউনের মাঝেই স্মারকলিপি প্রদান

২০২৫ জুলাই ২৭ ১৮:৪৯:২৭
শাটডাউনের মাঝেই স্মারকলিপি প্রদান

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : শিক্ষক সংকট নিরসনসহ সাত দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচির মধ্যে রবিবার (২৭ জুলাই) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপির অনুলিপি অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল কলেজের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর স্থানীয় দায়িত্বরত কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০ টায় শাটডাউন কর্মসূচির মাঝেই মাথায় লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সূত্রমতে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষক সংকট, অব্যবস্থাপনা, অবহেলা ও সাত দফা দাবি বাস্তবায়ন প্রসংঙ্গে দেয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন-আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ উপায়ে আমাদের শিক্ষক সংকট সমাধানের দাবি জানিয়ে আসছি। সাবেক বস্ত্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন আমাদের দাবির সাথে একাত্মতা পোষন করে দ্রুততম সময়ে দাবিসমূহ সমাধান করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি যাওয়ার পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সচিবের সাথে মিটিং করি। সচিব মহোদয় আমাদের কথা দিয়েছিলেন আগামী দুইমাসের মধ্যে যুগোপযোগী নিয়োগবিধি প্রনয়ণ করে শিক্ষক সংকটের সমাধান করবেন। আমাদের ছাত্রদের সাথে আবার বসবেন কিন্তু আজ সাতমাস পার হওয়ার পরেও তিনি এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি।

স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থী মাহমুদ হোসেন বলেন, আমাদের সাতটি দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে সকল কলেজের চলমান কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাও কর্মসূচির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রবিবার সকালে শিক্ষার্থীদের কর্মসূচির শুরুতে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রহমত আলী শিফাতের অকাল মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে আন্দোলনকারীরা।

(টিবি/এসপি/জুলাই ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test