E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাহ আমানতে ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

২০২৫ জুলাই ২৮ ১৩:৫৫:৩২
শাহ আমানতে ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি প্রায় ২২ লাখ টাকার মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংযুক্ত আরব-আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়।

রবিবার (২৭ জুলাই) রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআইয়ের তল্লাশির মাধ্যমে এসব মুদ্রা ও জড়িত যাত্রীকে আটক করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকযাত্রী মো. আব্দুল মজিদের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায়।

এসময় তার কাছে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা জব্দ করা হয়।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে দেশি-বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি অভিযোগে পতেঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test