E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সভাপতি বিমল, সম্পাদক সুব্রত

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

২০২৫ জুলাই ২৮ ১৭:২০:৩৯
জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন উপলক্ষে আজ সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলন পুর্ব এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা সংলগ্ন সনাতন মন্দিরে এসে শেষ হয়। জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক বিমল রবিদাস এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলার ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বগুড়া জেলা সভাপতি ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার, আদিবাসী কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক নিতি মুন্ডা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর প্রমুখ।

বক্তরা বলেন, সমতলে অবস্থানরত আদিবাসীরা সবসময় বৈষম্যের শিকার হচ্ছে। অনতিবিলম্বে ৯দফা দাবীর পুরনে সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখেন তারা। এ অনুষ্ঠানে প্রতিটি উপজেলার আদিবাসী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুব্রত মালাকার। দ্বিতীয় অধিবেশনে বিমল রবিদাসকে সভাপতি ও সুব্রত মালাকার কে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

(বিএস/এসপি/জুলাই ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test