E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৫ জুলাই ২৯ ১৯:০২:২৭
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা: মো: দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা: শাহেদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, পাংশা শাহজুঁই কামিল মডেল মাদরাসা'র অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার, কলিমহর ইউপি চেয়ারম্যান মোছা: বিলকিছ বানু, মাছপাড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোন্তাজ উদ্দিন, পাট্টা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আকিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার মূখ্য সমন্বয়ক মো. হাসিদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভায় শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নতুন ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, শিক্ষার উন্নয়ন, সামাজিক বিরোধসহ সামাজিক নানা সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

(একে/এসপি/জুলাই ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test