E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

২০২৫ জুলাই ২৯ ১৯:০৪:৩৩
বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় বোয়ালমারী উপজেলা থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এইচএসসির কৃতি শিক্ষার্থীদের নগদ ৩০ হাজার এবং এসএসসির কৃতি শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) ব্যবস্থাপনায় এবং বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসা. আয়েশা খাতুন, শিক্ষার্থী আবিদা আলম রিনভি প্রমুখ।

(কেএফ/এসপি/জুলাই ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test