E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

২০২৫ জুলাই ৩০ ০০:৩০:৩৫
লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটি লংগদুতে যাত্রীবাহি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিকের নিহতের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার বাইট্টাপাড়া এলাকায় আহত হন খলিল রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক। তিনি মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে অন্যান্য শ্রমিকের সাথে খলিল রহমানও কাজ করছিলেন। হঠাৎ ভাড়ায় চালিত যাত্রীবাহী মোটরসাইকেলটি কাছাকাছি এসে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথার পেছনে আঘাত পান। পরে দ্রুত তাকে এবং চালকসহ যাত্রীদের উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিল রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে অন্যদের চিকিৎসা চলমান রয়েছে বলে জানান।
এবিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) সরজিৎ দে জানান, সড়ক দূর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছে বলে খবর পেয়েছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এএস/জুলাই ৩০, ২০২৫)


পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test