E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৫ জুলাই ৩০ ১৭:৫৭:০৪
গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, আজ বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হলো।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নিয়েছেল। এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জুলাই ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test