E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক

২০২৫ জুলাই ৩০ ১৭:৫৯:২৮
জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে অভিযান চালিয়ে দুই উপজেলার স্টেশন এলাকা থেকে দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিট, মোবাইল ফোন ও টিকিট বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার ভোরে ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামপুর উপজেলার বিন্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে ইসলামপুর ও মেলান্দহ স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইসলামপুর থেকে ১৫টি আসনের টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিল্টু নামে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে মেলান্দহ থেকে ৬টি আসনের টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ অপর টিকিট কালোবাজারি বিল্লালকে আটক করা হয়। তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন তারা।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, দুই টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test