E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় শ্রেষ্ঠ শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

২০২৫ জুলাই ৩১ ১৫:২৩:২৬
সালথায় শ্রেষ্ঠ শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ফরিদপুরের সালথায় শ্রেষ্ঠ শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসইডিপি, পিসিইউ, গবেষণা কমকর্তা ও সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবু সায়েম, মিতালী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক খায়রুল আলম এনায়েত প্রমূখ।

এসময় ২০২২-২৩ সালে এসএসসি পরীক্ষার ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে শিক্ষার্থী পুরস্কার দেওয়া হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

(ডিসি/এএস/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test