E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের মহা উৎসব 

২০২৫ জুলাই ৩১ ১৬:০১:৩৬
সোনারগাঁয়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের মহা উৎসব 

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবদল নেতার সংবাদ সম্মেলন থেকে জানা যায়, মিল-কারখানা দখলবাজি, বিভিন্ন ঠিকাদার থেকে ও দোকানে চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, মেঘনা নদীতে ভয়াবহ নৌ চাঁদাবাজিসহ বিএনপির গ্রুপিং দ্বন্দ্বের ভয়ঙ্কর সব সব তথ্য উপাত্ত। যা রীতিমত বিএনপির চাঁদাবাজি আর দখলবাজির মহৎসব চলছে বলে আখ্যায়িত করেন উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ।

গত মঙ্গলবার ২৯ জুলাই কয়েকটি পত্রিকায় "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি" শিরোনামে নিউজ হয়। তার প্রতিবাদে বুধবার ৩০ জুলাই সকাল ১০ টায় মেঘনা নিউ টাউনে তার নিজ কার্যালয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, এ দেশের মানুষ সংবাদের মাধ্যমে প্রমাণ পেয়েছেন এ এলাকায় কারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, চোরাই তেলের ব্যবসা, নৌ চাঁদাবাজী ও সন্ত্রাসী কাজ করে।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ইঙ্গিত করে বলেন, এখানকার এক এমপি কেন্ডিডেট সহ তার ভাই-ভাতিজারা ৫ আগস্টের পর থেকেই পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সাথে হাত মিলিয়ে নৌ-চাঁদাবাজী ও ডাকাতি শুরু করেন।

গত কয়েকদিন আগেও ৬জন নৌ চাঁদাবাজ হিসেবে নৌ পুলিশের হাতে ধরা খাইছে। দুইদিন আগেও ৩ জন ডাকাতি করতে যাইয়া ধরা খাইছে। তাদের মুখেই তারা স্বীকার করেছে।

এই ভিডিও এখন ফেইসবুকে ভাইরাল। তিনি আরও বলেন,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও তার ছেলে এই মেঘনা শিল্পনগরী এলাকার ৩৮টি কারখানা দখল করে চাঁদাবাজি করছেন। মেঘনা গ্রুপের সকল অংগ প্রতিষ্ঠান,বসুন্ধরা গ্রুপসহ আরো অনেক কারখানা এই পরিবার দখলে করেছে। এছাড়াও রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম,জয়নাল মেম্বার দখল করছে ক্যামিকেল,তমিজউদ্দিন একটা মিল দখল করছে,আমরা দুই ভাই মাত্র তিনটি মিল দখল করেছি। আর আজহারুল ইসলাম মান্নান এর ভাই ভাতিজা আলআমিন ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে প্রতিদিনের চাঁন্দা কালেকশন করেন। তার ছেলে সজিব নৌ-চাঁদাবাজী নিয়ন্ত্রন ও বিভিন্ন কোম্পানির ঠিকাদারদের থেকে ৮০ হাজার থেকে দেড়লাখ টাকা চাঁন্দা কালেকশন করেন। নজরুল ও শরীফ কন্টাক্টর এর ভুক্তভোগী।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত, ছাত্রদল থেকে এখন যুবদলে যুক্ত রয়েছি। গতকাল ২৯ জুলাই একটি কুচক্রী মহল আমার ও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি কেউ একটিও প্রমান করতে পারে তাহলে এর দায় আমরা মাথা পেতে নেব।

সাংবাদিকরা বলেন, আশরাফ প্রধান নিজেইতো বললো আমরা দুই ভাই তিনটি মিল দখল করেছি।

বিএনপির থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার ছেলে, আত্মীয়রা বাকী সবগুলো দখলে নিয়েছে এবং চাঁদাবাজি করছে।

এখন প্রশ্ন হলো,দখল মানে কি? আর আশরাফ প্রধানের কথায় প্রমাণ হয়ে গেলো সোনারগাঁয়ের বিএনপির পুরোটাই দখলদারিত্ব আর চাঁদাবাজিতে ব্যস্ত।

(এসএএইচবি/এএস/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test