E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

২০২৫ জুলাই ৩১ ১৮:৪৪:১৮
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ভ্যানচালক আকাশ আকন (১৮)।

অপর নিহত হলেন সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন বেপারীর ছেলে বাবুর্চি মো. ইমরান বেপারী (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ আকন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। পরে রাতেই পরিবার থেকে রাজৈর থানা পুলিশকে অবগত করে। পরেরদিন বৃহস্পতিবার রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

অপরদিকে বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান বেপারী। রাতে তিনি বাড়িতে ফিরে আসেননি। পরদিন বৃহস্পতিবার স্থানীয়রা সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় রাস্তায় পাশে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে সদর মডেল থানায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই করে আকাশ আকনকে শ্বাসরোধ হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। অপরদিকে বাবুর্চি ইমরান বেপারী নিহতের কারণ ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test